You are currently viewing মিডওয়াইফারি ল্যাব

মিডওয়াইফারি ল্যাব

উদয়ন নার্সিং কলেজ, রাজশাহী মিডওয়াইফারি ল্যাবে আপনাকে স্বাগতম।

মিডওয়াইফদের প্রধান কাজ হচ্ছে মা এবং শিশু স্বাস্থ্য সেবায় সর্বদা পাশে থাকা। “সুস্থ্য শিশু মানেই সুস্থ্য জাতি” মা ও শিশুর মৃত্যুর হার কমানো এবং সুস্থ্য শিশু উপহার দেওয়াই আমাদের উদ্দেশ্য।

আমাদের ল্যাবের উদ্দেশ্য হল নার্সিং এবং মিডওয়াইফারিতে শিক্ষার্থীদের অনুশীলন, পরীক্ষা এবং শেখার জন্য একটি নিরাপদ ও বাস্তবসম্মত পরিবেশ তৈরী করা।

এটি শিক্ষার্থীদের জ্ঞান, অভিজ্ঞতার শুন্যতা চিনতে এবং তাদের নিজস্ব শেখার প্রয়োজনীয়তা চিহ্নিত করার সুযোগ করে দেয়। ভবিষ্যতের মিডওয়াইফ এবং মিডওয়াইফারি পেশার আরও অগ্রগতির জন্য উদয়ন নার্সিং কলেজ আছে আপনার পাশে।

***ধন্যবাদ***

unc

Alegance house 107, Housing Road, Ward-15, Sopura, Uposohor Rajshahi.

Leave a Reply