আজ ০৮-০৪-২০২৩ ইং উদয়ন নার্সিং কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন অধ্যাপক ডা: মুহাম্মদ হাবিবুল্লাহ সরকার, উপাধ্যক্ষ রাজশাহী মেডিকেল কলেজ এবং ডিন নার্সিং ও সার্জারি অনুষদ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং সঙ্গে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মোহা. আনোয়ারুল কাদের রেজিস্টার রা.মে.বি, ডা: মো: মাহাবুবুর রহমান সহযোগী অধ্যাপক বায়োকেমিস্ট্রি বিভাগ রা.মে.ক, ডা: জোহা মোহাম্মদ মেহেরওয়ার হোসেন উপ- কলেজ পরিদর্শক,রা.মে.বি, অধ্যাপক ডা: মোহাম্মদ মোসাদ্দেক হোসেন কলেজ পরিদর্শক, রা.মে. বি, মোসা: সিমা আক্তার অফিস সহকারি রা.মে.বি এবং সঙ্গে আরো উপস্থিত ছিলেন উদয়ন নার্সিং কলেজের সম্মানিত চেয়ারম্যান জনাব ডা: আনিস মালেক, অধ্যক্ষ জনাব মাহফুজা খানম ও প্রশাসনিক কর্মকর্তা সোনিয়া রহমান।
উদয়ন নার্সিং কলেজ ক্যাম্পাস পরিদর্শন
- Post author:unc
- Post published:April 8, 2023
- Post category:Photo Gallery
- Post comments:0 Comments
unc
Alegance house 107, Housing Road, Ward-15, Sopura, Uposohor Rajshahi.