বি.এসসি ইন নার্সিং (বেসিক, ৪ বছর)

কোর্সের নাম

বি.এসসি নার্সিং (বেসিক)

কোর্স সময়কাল:

৪ বছর

কোর্সের উদ্দেশ্যঃ

বি.এসসি ইন নার্সিং (বেসিক) কোর্স সম্পর্কে বিস্তারিতঃ

নার্সিং ডিগ্রিতে ব্যাচেলর অফ সায়েন্সের সামগ্রিক লক্ষ্য হল দক্ষ পেশাদার নার্স তৈরি করা, যারা তাদের জ্ঞান, দক্ষতা এবং মনোভাব প্রদর্শন করতে সক্ষম হবেন প্রত্যাশিত চাহিদা এবং প্রত্যাশা পূরণের জন্য ব্যবহারিক ক্ষেত্রে নার্সিং যত্নের গুণমান প্রদান করতে এবং জটিল স্বাস্থ্য সমস্যা/পরিস্থিতিতে ব্যক্তি, পরিবার এবং সম্প্রদায়ের স্বাস্থ্য বজায় রাখা এবং পুনরুদ্ধার করা।

বাংলাদেশে বি.এস.সি ইন নার্সিং পড়তে হলে এবং নার্সিং ক্যারিয়ার সম্পর্কে যে বিষয় গুলো জানতে হবেঃ

যারা নার্সিং সম্পর্কে জানতে আগ্রহী এবং নার্সিং প্রফেশনে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য তথ্য এবং পরামর্শ। কিভাবে বিএসসি ইন নার্সিং ভর্তির জন্য প্রস্তুতি নিবেন এবং কোথায় পড়লে সুন্দর ভাবে নার্সিং ক্যারিয়ার গড়তে পারবেন | শেয়ার করে সবাইকে জানিয়ে দিন

প্রফেশন হিসেবে বিএসসি ইন নার্সিং রিভিউঃ

নার্সিং একটি সেবামূলক পেশা। বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে নার্সদের ব্যপক চাহিদা রয়েছে মেডিক্যাল রিলেটেড সাবজেক্টে পড়ার ইচ্ছা অনেকেরই থাকে। একসময় সুযোগ অনেক কম থাকলেও মেডিক্যাল রিলেটেড ফিল্ডে পড়াশুনার সুযোগ এখন যথেষ্ট রয়েছে।

এর মধ্যে নার্সিং অন্যতম। বর্তমানে জব মার্কেট বিবেচনা করলে নার্সিং পড়ে খুব সহজেই চাকরির সুযোগ রয়েছে দেশে এবং দেশের বাইরে। উচ্চ শিক্ষা এবং বসবাসের সুযোগ রয়েছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সুইডেনসহ ইউরোপের অনেক দেশে।

সেক্ষেত্রে, প্রার্থীকে অবশ্যই ভালো প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং সম্পন্ন করতে হবে, যেখানকার বিএসসি নার্সিং ইন্টারন্যাশনালি এক্সেপটেড এবং বেশ কিছু নির্ধারিত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে।

বাংলাদেশে বিএসসি নার্সিং পড়ার স্কোপঃ

বিএসসি ইন নার্সিং দেশের অন্যান্য সাধারন অনার্সের মতোই চার বছরের একটি কোর্স। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পরে নূন্যতম যোগ্যতা অর্জন করে।

বর্তমানে সরকারি-বেসরকারি নার্সিং কলেজে বিএসসি নার্সিং ভর্তি হতে হলে, অভিন্ন পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে হবে এবং সেই পরীক্ষায় পাস মার্ক ত্রিশ। এই ভর্তি পরীক্ষায় ১০০ টি এমসিকিউ প্রশ্ন থাকে, ১০০ মার্ক। পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। সময় এক ঘন্টা।

যদি কেউ বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং পড়তে চায়, তাহলে নূন্যতম ৪০ বা ৪০+ মার্ক পেতে হবে। প্রতি বছর সেপ্টেম্বর/অক্টোবর/নভেম্বর মাসের দিকে আবেদন শুরু হয়, সেখানে ভর্তি পরীক্ষার সকল নিয়ম উল্লেখ করা থাকে।
অন্যান্য সাব্জেক্টে যারা অনার্স করেন, তাদের মতো বিএসসি নার্সিং গ্রাজুয়েটরাও ইচ্ছে করলে বিসিএস পরীক্ষা সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে।

টেকনিক্যাল সাবজেক্ট হওয়ায় ছাত্রছাত্রীদের চাকরী নিয়ে টেনশন করতে হয় না। নার্সিং পড়া এবং ইন্টার্নশিপ সম্পন্ন হলে, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত লাইসেন্সিং পরীক্ষায় অংশ নিতে হয় এবং পাশ করে সরকারি - বেসরকারি সব হাসপাতালে চাকরি করা যায়।

কী কী সাবজেক্ট পড়ানো হয় ?

ইংলিশ, কম্পিউটার, মাইক্রোবায়োলজি, ফানডামেন্টালস অফ নার্সিং, হিউম্যান এনাটমি, ফিজিওলজি, প্যাথোফিজিওলজি, মেডিসিন, সাইকিয়াট্রিক হেলথ নার্সিং, মেডিক্যাল সার্জিক্যাল নার্সিং, ফ্যামিলি প্ল্যানিং, মেটারনিটি, কমিউনিটি হেলথ নার্সিং ছাড়াও আরও অনেক সাব্জেক্ট পড়ানো হয়।

নার্সিং ছাত্রছাত্রীদের সব সময় মেডিক্যাল নলেজ সম্পর্কে আপ টু ডেট থাকতে হয়। আর সাথে সাথে হাসপাতালে প্র্যাকটিকাল এর জন্য যেতে হয় যেখানে তারা নির্ধারিত সাব্জেক্ট অনুযায়ী থিওরি নলেজ প্র্যাক্টিকালে প্রয়োগ করতে পারে। এক্সপেরিয়েন্স নেওয়া যায় হসপিটাল থেকে। তাছাড়া, কোর্স শেষে চার মাস ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে।

নার্সিং কাজের সুযোগ কি রকম ?

টেকনিক্যাল বিষয়গুলোতে কাজের অভাব হয় না কখনো। নার্সিং এমন একটি প্রফেশন। সরকারী এবং বেসরকারি চাকরী করা যাবে। তাছাড়া বেসরকারী হাসপাতাল, ক্লিনিকের তো অভাবই নেই। দিন দিন সুযোগ আরো বাড়ছে। ভালো প্রাইভেট হাসপাতাল গুলোয় Knowledge, Skill এবং Experience এর উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করা হয়। এছাড়া নার্সিং কলেজগুলোর শিক্ষক/ শিক্ষিকা হওয়ার সুযোগ আছে।

দেশের বাইরে উচ্চশিক্ষার সুযোগ কেমন?

আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের দেশগুলোয় MSc, PHD করার সুযোগ রয়েছে এবং রিসার্চে কাজ করার অনেক স্কোপ আছে।

মাইগ্রেশনঃ অধিকাংশ উন্নত দেশগুলোয় international standard of BSN, skill, work experience ইত্যাদির উপর ভিত্তি করে সহজেই মাইগ্রেশন করার সুযোগ দিয়ে থাকে। এগুলো ছাড়াও অন্যান্য কিছু রিকয়্যারমেন্টস রয়েছে।

সবশেষে একটা কথাই বলবো। দিনশেষে, শুধু টাকা উপার্জন করাই যদি হয় তোমার মূল লক্ষ্য, তাহলে নার্সিং না আসাই ভালো। নার্সিং একটা নোবেল প্রফেশন। মানুষের সেবা করাই যদি ব্রত হয়, তাহলে তোমাকে স্বাগতম। ডেডিকেশন থাকতে হবে। সুন্দর মন মানসিকতা গড়ে তুলতে হবে। নার্সিং পড়লে সব ভালো ভালো আচরণ গুলো শিখানো হবে, যেন তুমি কখনো পথভ্রষ্ট না হও।

পরিশেষে বলবো, বাংলাদেশে নার্সিং প্রফেশনকে আরো সম্মানের এবং মর্যাদাবান পেশায় উন্নীত করার লক্ষ্যে নার্সিং পড়ো, যেহেতু নার্সিং লিডারশিপ করার মতো এবং কম্পিটেন্ট গ্রাজুয়েট খুবই সীমিত সো, ফ্যামিলিতে কথা বলো নার্সিং লেখা-পড়ার বেপারে যেন তোমাকে সবাই বলতে পারে যে, আমি এই আপু/ভাইয়ার মতো নার্সিং পড়তে চাই! তাদের মতো ক্যারিয়ার গড়তে চাই!

বি.এসসি ইন নার্সিং (বেসিক) কোর্সে ভর্তির যোগ্যতা:

সরকারি BSc in Nursing College 13 টি। বিএসসি ইন নার্সিং শুধুমাত্র জীববিজ্ঞানসহ Science গ্রুপের শিক্ষার্থীদে জন্য, SSC + HSC GPA 7.00+ লাগবে। তবে SSC, HSC GPA 3.00 এর বেশি থাকতে হবে।

Contact Us

Alegance house 107, Housing Road, Ward-15, Sopura, Uposohor Rajshahi.

Mobile: 01784 800 100

Email: Udayannursingcollege@gmail.com

Quick link

Our Other Institutes