Diploma in Nursing Science & Midwifery 3 years
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি
কোর্সের নাম
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি
কোর্স সময়কাল:
৩ বছর
কোর্সের বিস্তারিতঃ
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি কোর্স কি?
নার্সিং একটি সেবামুলক মহৎ পেশা । এই পেশায় এসে Diploma in Nursing sciences & Midwifery Certificate অর্জন করে একজন পেশাগত দক্ষ নার্স হিসাবে মানুষের সেবায় আত্বনিয়োগ করতে পারবে। শুধুমাত্র দক্ষ ও ডিপ্লমা নার্সের অভাবে অনেক উন্নত মানের হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক জনগনকে সেবা দিতে পারছেনা।
আমাদের উদ্দেশ্য হলো উদয়ন নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীদেরকে দক্ষ নার্স হিসাবে তৈরী করা। বর্তমানে সরকার নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করায় পি.এস.সির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারী, বেসরকারী হাসপাতালে কর্মসংস্থানের অনেক বড় সুযোগ রয়েছে।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটি তিন বছর মেয়াদি একটি নার্সিং কোর্স। একজন নার্স চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালের বিভিন্ন ইউনিটে (অপারেশন থিয়েটার/OT, ICU, CCU, HDU, NICU, Emergency Unit Etc. and so on...) কাজ করতে পারেন।
নার্সরা হাসপাতালে অথবা অন্যত্র কাজ করে সেসব রোগীদের জন্য, যারা শারীরিক বা মানসিক অসুস্থতায় ভুগছেন। নার্সের কাজ হচ্ছে অসুস্থ রোগীদের জন্য Medical ও Nursing Care সরবরাহ করা।
একজন নার্সের প্রধান কাজ গুলো হচ্ছেঃ
রোগীর চিকিৎসা চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে Physical Examinations সম্পন্ন করা এবং Health History নেওয়া; Health Promotion এ কাজ করা, কাউন্সেলিং করা এবং Patient Teaching সরবরাহ করা; ঔষধ সরবরাহ করা, সেবনে সাহায্য করা এবং এবং রোগীর জন্য প্রয়োজনীয় Nursing Intervention পরিচালনা করা এবং হাসপাতালে Health Care Team Members (Doctors, Nurses, An aesthetists, and other Health Care Professionals) দের সাথে Collaboratively কাজ করা।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে অত্যাধুনিক মানের ল্যাব সুবিধা:
১. Anatomy & Physiology, ২. Midwifery, ৩. Nursing ৪. Computer ৫. Microbiology ল্যাব।
উচ্চ শিক্ষা:
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি কোর্সটি সম্পুর্ণ করার পর একই প্রতিষ্ঠানে বি.এসসি ইন নার্সিং (বেসিক/পোস্ট বেসিক) কোর্সে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে।
চাকুরীর সবিধা
এই কোর্সটি সম্পন্ন করার পর B.Sc ও M.Sc কোর্স করলে বিদেশে এবং সরকারী, বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র ও N.G.O-তে আকর্ষণীয় বেতনে চাকুরীর সুবিধা রয়েছে। এইসব প্রতিষ্ঠানে প্রতি বছরই নার্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।
ভর্তি যোগ্যতা:
সরকারী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি ইন্সটিটিউট ৪৬টি এবং বেসরকারী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি ইন্সটিটিউট ৬২টি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি Arts/commerce/Science গ্রুপের শিক্ষার্থীদের SSC+HSC GPA 6.00+ লাগবে। তবে SSC, HSC GPA 2.50 এর বেশি থাকতে হবে।
দের ~~~Contact Us
Alegance house 107, Housing Road, Ward-15, Sopura, Uposohor Rajshahi.
Mobile: 01784 800 100
Email: Udayannursingcollege@gmail.com
Quick link
- Bangladesh Nursing and Midwifery CouncilOpens in a new tab
- Ministry of Health and Family WelfareOpens in a new tab
- Directorate General of Health ServicesOpens in a new tab
- Rajshahi Medical UniversityOpens in a new tab
- YouTubeOpens in a new tab
Our Other Institutes
- Udayan Dental College, RajshahiOpens in a new tab
- IMT (Institute of Health Technology) DhakaOpens in a new tab
- Rajshahi MATS, RajshahiOpens in a new tab
- Prime MATS, RajshahiOpens in a new tab
- Udayan MATS, RajshahiOpens in a new tab