About
উদয়ন নার্সিং কলেজ, রাজশাহী।
রাজশাহীর সবচেয়ে আধুনিক নার্সিং কলেজে আপনাকে স্বাগতম।
প্রতিষ্ঠাঃ নার্সিং একটি সেবামূলক মহত পেশা, রাজশাহী সহ সমগ্র বাংলাদেশে চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষে ডাঃ আনিস মালেক, ২০১৫ইং সালে উদয়ন নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেন।
উদয়ন নার্সিং কলেজ এ রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলি, সবর্বৃহৎ ক্যাম্পাস, সুবিশাল ক্লাসরুম, সুসজ্জিত লাইব্রেরী, সর্বাধুনিক সুবিধা সম্বলিত ফান্ডামেন্টাল নার্সিং ল্যাব ও মিডওয়াইফারী ল্যাব, নিউট্রেশন ল্যাব, এনাটমি ল্যাব, ফিজিওলজি ল্যাব, মাইক্রোবায়লেজী ল্যাব এবং কম্পিউটার ল্যাব, রয়েছে কলেজের নিজস্ব পরিবহনে যাতায়তের সুবিধা। রয়েছে ছাত্র/ছাত্রীদের থাকার জন্য আলাদা হোস্টেল ও খাবারের সুব্যাবস্থা।
লক্ষ্য: দক্ষ নার্স তৈরীর মাধ্যমে সমাজ তথা দেশের নার্সিং পেশার মাধ্যমে স্বাস্থ্য সেবার মান উন্নত করায় আমাদের লক্ষ্য।
উদ্দেশ্য: দেশ এবং দেশের বাইরের বিভিন্ন স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানকারীর দ্বারা নার্সদের ক্রমবর্ধমান উচ্চ চাহিদা মেটাতে প্রয়োজনীয় অত্যন্ত দক্ষ নার্সদের বিকাশের জন্য একটি উচ্চমানের নার্সিং প্রশিক্ষণ সংস্থা প্রতিষ্ঠা করা। সর্বোপরি, নার্সিং ও মিডওয়াইফারি পেশার উন্নয়নের মাধ্যমে সবার জন্য গুনগত মানসম্পন্ন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ও সেবা নিশ্চিত করা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:-
উদয়ন নার্সিং কলেজ, সপুরা, রাজশাহী।
মোবাইল নং-01784-800100, 01796661919
ই-মেইল: udayannursingcollege@gmail.com
সফলতার শির্ষে উদয়ন নার্সিং কলেজ।