You are currently viewing উদয়ন নার্সিং কলেজের সুসজ্জিত নিউট্রিশন ল্যাব।
Nutrition Lab

উদয়ন নার্সিং কলেজের সুসজ্জিত নিউট্রিশন ল্যাব।

উদয়ন নার্সিং কলেজ রাজশাহী, নিউট্রিশন ল্যাবে আপনাকে স্বাগতম। সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য পুষ্টিকর খাদ্য একটি অপরিহার্য উপাদান। যেকোন মানুষের সুস্থ্য থাকার অন্যতম উপাদান সুষম খাদ্য। প্রতিদিন কোন খাদ্য কি পরিমাণ খাওয়া উচিত কিংবা একটা শিশুর জীবনের কোন পর্যায়ে কোন ধরণের খাদ্য তাকে শারিরীক এবং মানসিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে এগুলোই হচ্ছে Nutrition Lab এর প্রধান উদ্দেশ্য।

আমাদের ল্যাবটি খুবই সুসজ্জিত। এখানে দেশী ফল যেমন রয়েছে, তেমনি রয়েছে পুষ্টিকর এবং সহজলভ্য বিদেশী ফল। ভিটামিনের প্রকারভেদ অনুযায়ী প্রতিটি ট্রে-তে সাজানো রয়েছে ফলমূল, রয়েছে বিভিন্ন প্রকার সবজি। প্রোট্রিণের উদ্ভিদ এবং পানিজ উৎস সমৃদ্ধ আলাদা আলাদা ট্রে। এছাড়াও রয়েছে Body weighing machine এবং Height measuring Scale, রয়েছে +৬টি প্রধান খাদ্য উপাদান দিয়ে তৈরী ট্রে।

“সুষম খাদ্য, পর্যাপ্ত পুষ্টি

সুস্থ্য দেহ সুস্থ্য পৃথিবী।

unc

Alegance house 107, Housing Road, Ward-15, Sopura, Uposohor Rajshahi.

Leave a Reply