You are currently viewing জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

আজ ২৩ মে। ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে জুলিও কুরি পদক তুলে দেওয়া হয়। জাতির পিতার সেই পদকপ্রাপ্তির ৫০ বছর পূরণ হলো আজ। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। এর মাত্র দুই বছর পর আন্তর্জাতিক স্বীকৃতিতে পান শান্তি পদক জুলিও কুরি। বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বিশ্বের ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে ও ঐকমত্যের ভিত্তিতে তার জীবনদর্শন, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপট বিবেচনায় বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বশান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর পদক প্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে। আর পরের বছর ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।’ স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে উদয়ন নার্সিং কলেজ, রাজশাহীর উদ্যেগে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহফুজা খানম, অধ্যক্ষ, উদয়ন নার্সিং কলেজ, মো: তারিকুল ইসলাম, নার্সিং ইন্সট্রাক্টর, উদয়ন নার্সিং কলেজ এবং উপস্থিত শিক্ষার্থীরা আলোচনা সভায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বক্তব্য রাখেন।

সু-খবর….!! সু- খবর…. !! সু-খবর

২০২২-২০২৩ শিক্ষা বর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য দারুন সু-খবর..
নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র সম্পূর্ণ ফ্রি তে ডাউনলোড ও উত্তোলন, ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের সাথে নিচের দেওয়া নম্বরে
০১৭৮৪৮০০১০০, ০১৭৯৬৬৬১৯১৯।

অথবা ভিজিট করুন https://udayannursingcollege.edu.bd/

unc

Alegance house 107, Housing Road, Ward-15, Sopura, Uposohor Rajshahi.

Leave a Reply